Wednesday, 1 November 2017

PEN DRIVE


হিডেন হয়ে য়াওয়া পেন ড্রাইভ কিভাবে ঠিক করবেন।













পদ্ধতি -  প্রথমে রান -এ গিয়ে টাইপ করুন cmd (Shortcut key : Win+R) তারপর OK প্রেস করুন।











তারপর একটি উইন্ডো ওপেন হবে। 








সেখানে টাইপ করুন attrib -h -r -s /s /d H:\*.*
এখানে "H" হচ্ছে পেন ড্রাইভ এর ডিভাইস নাম।








তারপর Enter Key প্রেস করুন। তারপর একটু ওয়েট করুন। 








এবার আপনার মাই কম্পিউটার -এ গিয়ে পেন ড্রাইভ ডিভাইস টি ওপেন করুন। সেখানে দেখতে পাবেন একটি নামহীন ফোল্ডার এসেছে। সেটির মধ্যেই আপনার হিডেন হয়ে য়াওয়া ডকুমেন্ট গুলি চলে এসেছে।








পোস্টটি ভাল লাগলে সেয়ার করুন। ধন্যবাদ

No comments:

Post a Comment

মাইক্রোসফট এক্সেলে পেজ সেট আপ

কিভাবে মাইক্রোসফট এক্সেলে পেজকে সেট আপ করবেন। নীচের ভিডিওটি দেখুন- আরও এই রকম ভিডিও দেখার জন্য ক্লিক করুন-