যারা ফেসবুক নিজের ই-মেল অ্যাড্রেস দিয়ে খুলে তাদের অনেক সময় ই-মেল এর ইন-বক্স ফেসবুক এর নোটিফিকেশন কারনে ইন-বক্স ফুল হয়ে যায়। যার কারনে প্রয়োজনীয় মেল গুলি দেখা হয় না।
২) তারপর ফেসবুক এর একটি মেল কে ওপেন কর।
৩) তারপর More -এ ক্লিক কর।
৪) সেখানে Filter messages like these অপশনে ক্লিক কর।
৫) তারপর একটি ছোট পেজ আসবে। সেখানে Filter From জায়গায় Facebook লিখবে।
৬) তারপর তার ঠিক নিচের দিকে Create filter with this search >> তে ক্লিক কর।
৭) তারপর Skip the Inbox (Archive it) চেক বক্স এ ক্লিক কর।
৮) তারপর Apply the label -এ ক্লিক করে New Label কর।
৯) তারপর আবার একটি পেজ ওপেন হবে। সেখানে Please enter a new label name: -এ নাম দাও Facebook, এবং Create -এ ক্লিক কর।
১০) তারপর Also apply filter to matching conversations -এ ক্লিক কর।
১১) তারপর শেষে Create filter -এ ক্লিক কর। এবার মেলটাকে রিফ্রেশ কর।
ধন্যবাদ
No comments:
Post a Comment